Viral Video: 'দুগ্গা এল...' পুজোর আগেই ছোট্ট দুর্গার বোধন হল কলকাতা মেট্রোয়

টলোমলো পায়ে মেট্রোর কামরায় হেঁটে বেড়াচ্ছে। পরিপাটি শাড়ি পরে, মাথায় ওড়না দিয়ে ডাগর ডাগর চোখে তাকাচ্ছে চারপাশে, অবাক বিস্ময়ে। ব্যস্ত দিনে কলকাতা মেট্রোয় এই মেয়েটি যেন জীবন্ত দুর্গা।

/ Updated: Sep 14 2023, 12:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টলোমলো পায়ে মেট্রোর কামরায় হেঁটে বেড়াচ্ছে। পরিপাটি শাড়ি পরে, মাথায় ওড়না দিয়ে ডাগর ডাগর চোখে তাকাচ্ছে চারপাশে, অবাক বিস্ময়ে। সে তো আবাকই, তার চেয়েও বেশি অবাক কামরার যাত্রীরা। কন্যা-সম মেয়েটিকে দেখে সকলের মুখে হাসি। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। ব্যস্ত দিনে কলকাতা মেট্রোয় এই মেয়েটি যেন জীবন্ত দুর্গা। ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। প্রত্যেকেই মেয়েটিকে আশীর্বাদ এবং প্রশংসায় ভরিয়েছেন। সবাই বলছেন, 'এ যেন সাক্ষাৎ দুর্গা'। বেঁচে থাকো মা...