- Home
- West Bengal
- Kolkata
- আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের ৯টি জেলা ভিজবে বৃষ্টিতে
আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের ৯টি জেলা ভিজবে বৃষ্টিতে
- FB
- TW
- Linkdin
সকাল থেকেই কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘন্টা পরেই ধেয়ে আসবে দুর্যোগ।
গত দুদিন ধরেই বাংলার উপর নেমে এসেছে কালবৈশাখীর ছায়া। বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্ধকার আকাশ জানিয়ে দিয়েছে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঝেঁপে বৃষ্টি নামতে চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সাথে বইবে ঝোড়ো হাওয়া।
ইতিমধ্যেই কলকাতা সহ ৯ জেলার মানুষদের সতর্ক করেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত।
একই সাথে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাল্লা দিয়ে নামবে পারদ মাত্রাও। তবে সপ্তাহান্তে খানিকটা কমবে বৃষ্টির দাপট।
আজ কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলার উদ্দেশ্য সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
ঝড়বৃষ্টির সময় বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিচ্ছে আবহাওয়া দফতর। যাদের কাঁচা বাড়ি তাদেরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ আবহাওয়াবিদদের।