সংক্ষিপ্ত

Kolkata Puri Bus: জগন্নাথ দর্শন আরও সহজ করে দিচ্ছে রাজ্য সরকার। এবার কলকাতা থেকে পুরী সরাসরি চলবে ভলভো বাস পরিষেবা। এতদিন পর্যন্ত বেসরকারি সংস্থার তরফে চলত এই পরিষেবা।                                                                                   

Kolkata Puri Bus: জগন্নাথ দর্শন আরও সহজ করে দিচ্ছে রাজ্য সরকার। এবার কলকাতা থেকে পুরী সরাসরি চলবে ভলভো বাস পরিষেবা। এতদিন পর্যন্ত বেসরকারি সংস্থার তরফে চলত এই পরিষেবা। এবার থেকে সেই পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য সরকারও। জানা গিয়েছে, পরিবহন দফতর সূত্রে খবর, অত্যাধুনিক মানের ভলভো বাস আনছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলেই বৈশাখ মাসের শুরুতেই রাস্তায় নামতে পারে এই বাস।

পরিবহন দফতর সূত্রে খবর, বেসরকারি বাসের তুলনায় সরকারি ভলভো বাসের ভাড়া অনেকটাই কম হবে। অন্তত ৩০-৪০ শতাংশ কম হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। শুধু কলকাতা-পুরী নয়, একইঅ সঙ্গে আরও পাঁচটি রুটে চলবে এই বাস। সেই রুটগুলি হল- শিলিগুড়ি, দীঘা, মায়াপুর, পুরুলিয়া ও তারাপীঠ। জানা গিয়েছে, ট্রেনের টিকিট না পেলে অনেকেই বাসে করে পুরী যেতে চান। সেক্ষেত্রে বেসরকারি পরিবহন সংস্থাগুলি বাস ভাড়া এতটাই বেশি নেয় যে, অনেক সময় তা সাধ্যের থেকে বেশি হয়ে যায়। এই অবস্থায় এবার রাজ্যে কলকাতা থেকে পুরী ভলভো বাস পরিষেবা চালু করতে চলেছে সরকার। কারণ, এতে যাত্রী সংখ্যা যেমনই হোক না কেন, বাস ভাড়া থাকবে নির্দিষ্ট। ফলে অনেকটাই কম খরচে এবার থেকে জগন্নাথ দর্শনে যেতে পারবেন ভক্তরা।

এই বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ''এই সমস্ত কথা এবং রাজ্যের আরও পর্যটন কেন্দ্রগুলিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের আরাম এবং নিরাপত্তার কথা ভেবে সর্বোপরি যাত্রীদের সাধ্যের কথা মাথায় রেখে নতুন ভলভো বাস পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার।'' এই পরিষেবার মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই ভাবেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কাউন্টার কোথায় হবে দ্রুত তাও জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রায় সাড়ে নয় কোটি টাকা খরচ করে ৯,৬০০ সিসির ছয়টি ভলভো বাস কিনেছে রাজ্য সরকার। অত্যাধুনিক মানের এই বাসে চালক ও কন্ডাক্টরের সিট বাদ দিলে মোট ৪৩টি সিট রয়েছে। শুধু তাই নয়, গুণগত মানের পাশাপাশি যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেক সুরক্ষিত এই বাস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।