WBBSE Madhyamik Results 2025 মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র ফল প্রকাশিত হল। পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হয় এবং মেধা তালিকায় ৬৬ জন স্থান পেয়েছে।

WBBSE Madhyamik Results 2025: প্রকাশ পেল মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র (Madhyamik Result) ফল। পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্য়মিকের ফল প্রকাশিত হল। সকাল ৯ টায় প্রেস কনফারেন্স (Press Conference)-র মাধ্যমে ফল প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় মেধা তালিকা। তারপর সকাল ৯.৪৫ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (Website) এবং মোবাইল অ্যাপে (Mobile Apps) রেজাল্ট দেখা যায়। এবার কলকাতাকে টেক্কা দিল জেলা। ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বলেন, ২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ৬৬ জনের নাম রয়েছে।

এই সকল সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট করেন। তিনি লেখেন,

‘এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে- এই প্রত্যাশা আমি রাখি।

তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।

যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।

তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।’

Scroll to load tweet…

এই বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর (Students) সংখ্যা ছিল ৯,৮৪,৮৯৪ জন। গত বছরের তুলনায় ৬২ হাজার পরীক্ষার্থী বেশি ছিল। এবছর রাজ্য জুড়ে পরীক্ষাকেন্দ্র ছিল ২,৬৮৩ টি। এবছর

প্রথম: আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬।

দ্বিতীয়: অনুভব বিশ্বাস ও সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৮।

তৃতীয়: ইশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩।

চতুর্থ : মহম্মদ সেলি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চম : সিঞ্চন নন্দী, মহম্মদ আসিফ, বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ : অঞ্চ দে, রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।

সপ্তম: দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

অষ্টম: অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষষ কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়।

নবম: দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ. ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৭।

দশম: হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিতা হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৬।

এবছর রেজাল্ট (Result) দেখতে হলে ক্লিক করুন wbbse.wb.gov.in-এ। এছাড়াও wbresults.nic.in এ রেজাল্ট দেখতে পাবেন। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট (Marksheet) ও সার্টিফিকেট (Certificate) সংগ্রহ করা যাবে। প্রতিটি স্কুলকে এই সময় মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আজই মিলবে মাধ্যমিক পরীক্ষার ((Madhyamik Exam) মার্কশিট। আজ ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন। তার আগে ঘরে বসে দেখে নিন পরীক্ষার রেজাল্ট (WBBSE Madhyamik Results 2025)। দুটি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন রেজাল্ট।

এবছর কীভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট?

রেজাল্ট দেখতে হলে wbbse.wb.gov.in-এ যান সবার আগে। এই ওয়েবসাইট খুললেই দেখতে পাবেন WB Madhyamik class 10 result 2025 লিঙ্কে ক্লিক করুন। এবার আপনার রোল নম্বর ও জন্মতারিখ দিন। এবার স্কোরকার্ডের পিডিএফ স্ক্রিনে এসে যাবে। তা ডাউনলোড করতে পারবেন। এভাবে দেখে নিন রেজাল্ট। সকাল ৯.৪৫ থেকে ওয়েব সাইটে রেজাল্ট দেখা যাচ্ছে। এবছর প্রথম ১০ জনের তালিকায়ে স্থান পেয়েছে ৬৬ জন। মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। প্রথম হয়েছে আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির হাওয়া সর্বত্র। রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।