সংক্ষিপ্ত

বৃহস্পতিবার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বগামী। বাঁকুড়ার তাপমাত্রা ৪১ ডিগ্রি অতিক্রম করতে পারে। শুক্রবার আরও বাড়বে তাপমাত্রা।

 

আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাঁকুড়ায় হতে পারে ৪২ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি। দুই ২৪ পরগনার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থারবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতির তেমন কোনও উন্নতি হবে না। বৃহস্পতিবার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রার পারদ থাকবে উর্ধ্বগামী। বাঁকুড়ার তাপমাত্রা ৪১ ডিগ্রি অতিক্রম করতে পারে। শুক্রবার আরও বাড়বে তাপমাত্রা।

বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও পরিস্থিতি একই থাকবে। শনিবার পশ্চিমের জেলার সঙ্গে দুই ২৪ পরগনাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলেও সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্বমেদিনীপুর, পশ্চিমবর্ধমান ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিরার উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্ভাবস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

গতকাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছিল দাবদহ। প্রায় সমস্ত জেলার তাপমাত্র ৩৫ ডিগ্রি সেসলিয়াসের ওপর ছিল। তবে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ার জন্য ৪০ ডিগ্রি । কলকাতার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। মালদারও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রির আশেপাশে। কালিম্পং-এ ২৩ আর দার্জিলিং-এ ১৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।