- Home
- West Bengal
- Kolkata
- মঙ্গলবার একলাফে বেড়ে গেল তাপমাত্রা! এখানেই কি শীতের ইতি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মঙ্গলবার একলাফে বেড়ে গেল তাপমাত্রা! এখানেই কি শীতের ইতি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
- FB
- TW
- Linkdin
অগ্রহায়ণের শেষের দিকেই এই রাজ্যে শীতের কামড় টের পাচ্ছিলেন মানুষজন।
তবে মাঝখানে বেড়ে গিয়েছিল তাপমাত্রা।
আবার জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে পারদ পতন হচ্ছিল। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা তাল কাটে। ফলে আবার পারদ চড়তে থাকে।
মঙ্গলবার তো গরম এতটাই যে অনেকেই শীতের পোশাক ছাড়াই থেকেছেন।
শাল, সোয়েটারে রীতিমত গরম লাগছে। তবে কি এ মরসুমে শীতের পাকাপাকি বিদায় হয়ে গেল।
বিশ্ব উষ্ণায়ন কি রাজ্যবাসীর এই ক্ষণিকের শীতের আনন্দটুকুও কেড়ে নিল?
আবহাওয়া দফতর কিন্তু অন্য কথা বলছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
তাতে যে ঠান্ডা পড়বে তা পরের ৩ দিন টানা বজায় থাকবে। মানে আগামী ৫ দিনে শীতে তেমন কমতি হবে না দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
মকরসংক্রান্তির আগে একটা ভাল ঠান্ডার স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গের বড় অংশ।
উত্তরবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। সেখানেও আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। যা তারপরের ৩ দিন বজায় থাকবে।
এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ফলে গরম পড়লেও শীত যে পাকাপাকি বিদায় নিয়েছে এমনটা নয়।