মাঘেই শীতের বিদায়? জানুয়ারিতে তাপমাত্রা ৩০ ছুঁই ছুঁই, পূর্বাভাস হাওয়া অফিসের
- FB
- TW
- Linkdin
কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়’। এবার সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে চলেছে এই প্রবাদ। কারণ এই মাঘেই তাপমাত্রা ছোঁবে ৩০ ডিগ্রি।
গায়ে সোয়েটার দিতে না দিতেই তা খুলি সুতির জামা পরার সময় এসে গিয়েছে। জানুয়ারিতেই শীত পালাই পালাই ভাব।
হাওয়া অফিস সূত্রে খবর, জানুয়ারির শুরু থেকে এখনও পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে মাত্র ১ দিন।
তেমনই আবার ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চার দিন। ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ৯ দিন।
শহরের রাতে তাপমাত্রা ১৫ ও ১৬ ডিগ্রির ঘরে ছিল সাত দিন ধরে। এই পরিসংখ্যান পৌষের শেষ ও মাঘের প্রথম দিকের শীতের পক্ষে হতাশাজনক।
পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলডির রেকর্ড বলছে, ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরের পরিসংখ্যান ধরলে অবশ্য দেখা যাবে শেষ ১৫ দিন ছিল কলতারার শীতলতম দিন।
এখন প্রশ্ন জানুয়ারিতেই কি বিদায় নেবে শীত? এই প্রশ্ন সকলের মনে। হালকা শীতের আমেজ সকলেই উপভোগ করছেন। এরই মধ্যেই কি বিদায় নেবে শীত?
এ প্রসঙ্গে আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানান, জানুয়ারি শেষ হওয়ার আগে শীতের একবার ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু, সে কামড় কতটা শক্তিশালী হবে তা নিয়ে সংশয় আছে।
এদিকে রাতের তাপমাত্রা কদিন ধরেই ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রি এবং সর্বচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস।
ফলে এই জানুয়ারিতেই যে এই তাপমাত্রা ৩০ ছুঁয়ে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
অর্থাৎ চলতি বছর জানুয়ারিতেই হয়তো বিদায় নেবে শীত। আবহাওয়াবীদদের আশঙ্কা চলতি বছর জানুয়ারিতে তাপমাত্রা ছোঁবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে।