- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই কি বাড়ছে গরমের অস্বস্তি?
Weather Update: সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই কি বাড়ছে গরমের অস্বস্তি?
সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি। গোটা সপ্তাহ ধরেই শহরের আবহাওয়ায় বিশেষ বদল দেখা যাবে না। মূলত মেঘলাই থাকবে শহরের আকাশ। তবে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।

শনিবারও ভোর থেকেই মেঘলা শহরের আকাশ। দফায় দফায় চলছে বৃষ্টিও। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস।
টানা বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা বিশেষ না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে থাকছে আর্দ্রতাজনীত অস্বস্তি।
আগামী সপ্তাহেও আবহাওয়ায় বিশেষ পরিবর্তণের লক্ষন নেই। বরং বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান, ৯০ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্নাবর্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিবাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে
হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেরাগুলিতে। সপ্তাহের শেষের দিকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য কলকাতা-সহ রাজ্যের একাধিক রাজ্যে জেলায় শুরু হয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।