সংক্ষিপ্ত

ভাদ্র মাসের রোদের দাপটে চাঁদি ফাটার জোগার হয়েছিল শহরবাসীর। তবে বেলা গড়াতেই হাওয়া বদল শহরে।

মঙ্গলবার দুপুর থেকেই আবহাওয়ার ভোল বদল দক্ষিণবঙ্গে। এদিন সকাল থেকেই গরমের দাপট ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভাদ্র মাসের রোদের দাপটে চাঁদি ফাটার জোগার হয়েছিল শহরবাসীর। তবে বেলা গড়াতেই হাওয়া বদল শহরে। দুপুরের মধ্যে কালো মেঘে ঢাকল গোটা আকাশ। ভ্যাপসা গরমের পর আকাশ ভাঁঙা বৃষ্টিতে ভাসল শহর কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে টানা বৃষ্টির জেরে প্রভাবিত হবে না তাপমাত্রা। ভোরেরর দিকে শহরে সিসসিসে আবহাওয়া হলেও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গরমের পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৬ শতাংশ। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।