সংক্ষিপ্ত
২০২৩ এর প্রথম সপ্তাহেও সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। তবে কি এই মরশুমের মতো শীতের বিদায়?
বছরের শেষ দিনেও দেখা নেই শীতের। চলতি মরশমেই উষ্ণতম ডিসেম্বরের সাক্ষী থেকেছে বাংলা। বড়দিনের পর বছর শেষে পারদপতনের আশায় ছিল বঙ্গ। কিন্তু বছরের শেষ দিনেও কনকনে শীতের আমেজ পেল মা শহরবাসী। নতুন বছরেও খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২০২৩ এর প্রথম সপ্তাহেও সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। তবে কি এই মরশুমের মতো শীতের বিদায়? যদিও আগের থেকে অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। সকালের দিকে শিরশিরে ঠান্ডা ও ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটবে বলে জানাচ্ছ হাওয়া অফিস।
বছরের শেষ দিনেও কুয়াশায় মোড়া শহর কলকাতা। তাপমাত্রা আগের থেকে খানিকটা কমলেও কনকনে ঠান্ডা আজও পড়ল না। আজ ৩১ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল শহর। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। মূলত পরিষ্কার আকাশই দেখবে শহরবাসী। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
এইবছরে উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে গোটা শহর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই ফের কমতে থাকে শহরের তাপমাত্রা। তবে বাঙালির জাঁকিয়ে শীতের আশা এই বছর পূরণ হল না। বড়দিনের সকালেও কনকনে ঠান্ডার আমেজ পায়নি বাঙলি। সকাল দিকে শিরশিরে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থির বদ ঘটে। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমূখী ছিল তাপমাত্রার পারদ। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ফলে বছর শেষ হতে চললেও দেখা নেই শীতের। মাঝে কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে গেলেও তা স্থায়ী হয়নি। ২৫ ডিসেম্বর বড়দিনেও কনকনে ঠান্ডা উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দুই বঙ্গেই প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প প্রবেশ করেছে। ফলে বড়দিনের দিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত পরিষ্কার আকাশই দেখল কলকাতা।
আরও পড়ুন -
স্ট্র্যান্ড রোডে মেরামতির কাজ, নীল সাদা রংয়ের পোচ- মোদীর কলকাতা সফর ঘিরে ব্যস্ততার ছবি শহরে