- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি, দেখে নিন উইকেন্ডে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
Weather Update: সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি, দেখে নিন উইকেন্ডে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
সপ্তাহান্তেও থামবে না বৃষ্টি। শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী কয়েকদিন আবহাওয়ায় বিশেষ বদল দেখা যাবে না।
| Published : Aug 05 2023, 07:15 AM IST
- FB
- TW
- Linkdin
শনিবার সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। বজ্রপাতেরও সম্ভবনা থাকছে।
গত মঙ্গলবার দুপুর থেকেই নাগারে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ একাধিক জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ছিল।
শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
টানা বৃষ্টির জেরে জল জমেছে শহরের একাধিক এলাকায়। ব্যহত ট্রেন পরিষেবাও।
আগামী ৪-৫ দিনে আবহাওয়া বিশেষ পরিবর্তন দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী তাপমাত্রাতেও বিশেষ বদল আসবে না।
৫ অগাস্ট, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গত কয়েকদিনে নাগারে বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায়জল জমলেও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
উত্তর ও দক্ষিণ, উভয় প্রান্তেই বুধবার ভোররাত থেকে জলমগ্নতার ছবি। জল জমেছিল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, রুবি, আনন্দপুর, মুকুন্দপুর, হরিদেবপুর, বেহালা ও পাটুলির একাধিক অংশে। কোথাও এক কোমর, আবার কোথাও এক হাঁটু, জল ঠেলে ঠেলেই এগোতে হচ্ছিল পথ চলতি জনতা।