- Home
- West Bengal
- Kolkata
- আর ঘণ্টা দুয়েক, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে চলেছে সন্ধে থেকে, রইল আবহাওয়ার আপডেট
আর ঘণ্টা দুয়েক, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে চলেছে সন্ধে থেকে, রইল আবহাওয়ার আপডেট
- FB
- TW
- Linkdin
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় (Kolkata)।
যদিও এই ৬ জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে।
চলতি সপ্তাহেই দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হওয়ায় সম্ভাবনা। তবে এখনই নয়, সপ্তাহের শেষে ফের পারদ পতনের ইঙ্গিত।
হাওয়া অফিস সূত্রে খবর, ৬ তারিখ থেকে পশ্চিমের জেলায় নামবে তাপমাত্রা।
আজকের পর আর চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ৯ তারিখের পর কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের কোনো কোনো জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ডিসেম্বরের শুরু থেকেই কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে।