সংক্ষিপ্ত
সোমবার সকাল থেকেই কনকনে ঠান্ডা দুই দিনাজপুরে। পাশাপাশি থাকছে ঘন কুয়াশাও। হারকাঁপানো ঠান্ডা দার্জিলিং-এও। সর্বনিম্ন তাপমাত্রা নামল পাঁচ ডিগ্রি সেলসিয়াসে।
সপ্তাহের শুরুতেই খানিকটা বাড়ল তাপমাত্রা। গতকালের তুলনায় আরও এক ডিগ্রি বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও গত দু'দিন ধরেই কমেছে কুয়াশার প্রভাব। আজও ভোর থেকেই কুয়াশামুক্ত আকাশ দেখল শহরবাসী। তবে জেলাগুলিতে অব্যহত শীতের ঝোরো ব্যাটিং। রাজ্যের দুই জেলায় আজ ১০-এর নীচে নামল তাপমাত্রা। সোমবার সকাল থেকেই কনকনে ঠান্ডা দুই দিনাজপুরে। পাশাপাশি থাকছে ঘন কুয়াশাও। হারকাঁপানো ঠান্ডা দার্জিলিং-এও। সর্বনিম্ন তাপমাত্রা নামল পাঁচ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গে শীতের দাপট আজ খানিকটা কম।
সপ্তাহের প্রথম দিনেই খানিকটা বাড়ল শহরের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বছরের দ্বিতীয় সপ্তাহে মূলত ঊর্ধ্বমূখী থাকবে তাপমাত্রার পারদ। ৯ জনুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দু'দিনে আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সকাল থেকেই শহরের আকাশ কুয়াশামুক্ত। মূলত সারাদিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ।
গতকাল ৮ জানুয়ারি রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই কুয়াশামুক্ত আকাশ। আজ সারাদিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের কোথাওই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ।
আরও পড়ুন -
আগে যাঁকে চিনতেন, সেই রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি- কেন এরকম বললেন কংগ্রেস নেতা!
শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লী, ঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক বিমান