সংক্ষিপ্ত
আগামী ২-৩ দিন তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। ১১ জানুয়ারি থেকে ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা বলে হাওয়া অফিস সূত্রে খবর।
গতকালের তুলনায় সামান্য বাড়ল তাপমাত্রা। রবিবারও কনকনে ঠান্ডাতেই ঘুম ভাঙল শহরের। তবে বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকায় কার্যত কুয়াশামুক্ত আকাশই দেখছে শহরবাসী। গতকালের তুলনায় সামান্য বাড়লেও রবিবারও অব্যহত শীতের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামীও দুদিনও নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ। ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ থাকবে শহরজুড়ে। শুধু বাংলা নয় শীতের দাপটে কাঁপছে উত্তর ভারতও। কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাজধানীতে। বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমেছিল আড়াই ডিগ্রির কাছাকাছি। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকেই কুয়াশামুক্ত শহরের আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও গতকালের তুলনায় খানিকটা। আগামী ২-৩ দিন তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। ১১ জানুয়ারি থেকে ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা বলে হাওয়া অফিস সূত্রে খবর।
আজ সকাল থেকেই শীতের দাপট শহর জুড়ে। ৮ জানুয়ারি রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই কুয়াশামুক্ত আকাশ। আজ সারাদিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের কোথাওই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ।
গতকাল, ৭ জানুয়ারি শনিবারও কনকনে ঠান্ডায় ঘুম ভাঙল শহরের। গতকালের তুলনায় আরও কমল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। তবে দীর্ঘদিন পর আজ কুয়াশামুক্ত ভোর দেখল তিলোত্তমা। সকাল থেকেই পরিষ্কার শহরের আকাশ। এক্ষুণি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ।
আরও পড়ুন -
আজ থেকে শুরু হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মেলন, সঙ্গে রইল দেশের সেরা ১০টি খবর
ঘন কুয়াশায় ঢাকল রাজধানী, দিল্লী বিমান বন্দর থেকে দেরিতে উড়বে একাধিক বিমান
এয়ার ইন্ডিয়ার সহযাত্রীর ওপর প্রস্রাব করা শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত, বিবৃতি দিল ওয়েলস ফার্গো