- Home
- West Bengal
- Kolkata
- SC on DA case: সব অপেক্ষা শেষ! বাংলার DA মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত শোনাল সুপ্রিম কোর্ট
SC on DA case: সব অপেক্ষা শেষ! বাংলার DA মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত শোনাল সুপ্রিম কোর্ট
মার্চ মাসের ২৫ তারিখ পশ্চিমবঙ্গের বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স এর মামলার শুনানি হবে। তার আগেই শেষ হল অপেক্ষা। এবার তাহলে বাংলার সরকারি কর্মীদের কপাল খুলছে?
- FB
- TW
- Linkdin
)
বিগত প্রায় আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা (DA Case in SC) চলে আসছে। কিন্তু একের পর এক শুনানির দিন এগিয়ে এলেও প্রত্যেকবার মামলা পিছিয়ে গিয়েছে।
মোট ১৪ বার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলা। এর আগে চলতি বছর গত ৭ জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায়।
তবে সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে সরকারি কর্মীরা বারংবার আশাহত হয়ে পড়ছে।
তবে এই আবহে এক খুশির খবর নিয়ে আসল সরকারী কর্মীদের জীবনে। দীর্ঘ দিন অপেক্ষার পর অবশেষে এই মামলার কজ লিস্ট প্রকাশ্যে এল।
সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে।
সেখানকার ১৬ নং কোর্ট রুমে ওঠার কথা এই মামলা। এবং সেদিনের তালিকায় মামলাটি আছে ৪৪ নং ক্রমতালিকায়।
আর সেদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে।
এবার এই DA মামলা নিয়ে বেশ আশাবাদী সরকারি কর্মীরা। কারণ রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে। কারণ যেহেতু এই মামলাটি এবার নতুন বেঞ্চে উঠেছে।
অন্যদিকে আবার অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না।
এর আগে ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল।