- Home
- West Bengal
- Kolkata
- WB DA case Update: সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই বিরাট পদক্ষেপ! টাকা দিতে বাধ্য হবে রাজ্য?
WB DA case Update: সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই বিরাট পদক্ষেপ! টাকা দিতে বাধ্য হবে রাজ্য?
মার্চ মাসের ২৫ তারিখ বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স এর মামলার শুনানি হবে। তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের। এর ফলে বেশ বড় ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন জারি থাকলেও কেন্দ্রের হারে বকেয়া আজও মেলেনি।
সময়ের সাথে কেন্দ্র ও রাজ্যের DA এর ফারাক বেড়েই চলেছে। এদিকে DA মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে উঠেছে।
মার্চ মাসের ২৫ তারিখ বকেয়া ডিআরনেস অ্যালাওয়েন্স এর মামলার শুনানি হবে।
তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের।
রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন DA নিয়ে কিছু RTI জমা করেছে। সেখানে ২০২৪ সালের জুলাই থেকে নয়া দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারের কর্মীদের কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে।
একইসাথে কি হারে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, দেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে।
নবান্নের অর্থ দফতর ও PWD দুই কর্তৃপক্ষের থেকেই RTI এর মাধ্যমে তথ্য জানতে চাওয়া হয়েছে। এখন অপেক্ষা আরটিআই এর উত্তর আসার।
২৫শে মার্চ দেশের সর্বোচ্চ আদালতে উঠবে পশ্চিমবঙ্গ সরকার বনাম রাজ্যের কর্মীদের DA মামলা। তার আগেই আরটিআই কিছুটা হলেও চাপে ফেলবে সরকারকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে DA পেলেও জানুয়ারিতে ফের কিছুটা বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা এমনটাই আশা কর্মীদের।
প্রসঙ্গত, ৭ই জানুয়ারি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া DA মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। কিন্তু সেদিন সময়ের অভাবের কারণে মামলার শুনানি হয়নি।
সুপ্রিম কোর্টের মতে, এই মামলার শুনানির জন্য আরও বেশি সময় লাগবে। তাই মার্চ মাসে নতুন তারিখ দেওয়া হয়। এখন সকলেই তাকিয়ে আছেন পরবর্তী শুনানির দিকে।

