- Home
- West Bengal
- Kolkata
- ঘুম উড়েছে নবান্নের! ২৭ জুনের মধ্যে DA না দিলে…!কী করতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা?
ঘুম উড়েছে নবান্নের! ২৭ জুনের মধ্যে DA না দিলে…!কী করতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে জুন ২৭-এর মধ্যে। যদিও এই নিয়ে সরকারি তরফে কোনও আপডেট মেলেনি। তবে টাকা না পেলে বড় পদক্ষেপ করতে পারেন বাংলার সরকারি কর্মীরা।
- FB
- TW
- Linkdin
Follow Us
)
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে সেই সময়ের বেশিরভাগটাই অতিক্রান্ত হয়েছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরও যদি সঠিক সময়ে বকেয়া না মেটানো হয় তাহলে বড়সড় পদক্ষেপ করবেন সরকারি কর্মচারীরা।
ইতিমধ্যেই বকেয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
যদিও এই নিয়ে সরকারি তরফে কোনও আপডেট মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন
ইতিমধ্যেই সরকারি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটানো তারা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
নবান্ন অভিযানের ডাক দেবেন তারা। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন বলেন বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিকে, ১৪১ মাসের বকেয়া, লাভবান হবেন ৮ লক্ষ কর্মী-পেনশনভোগী
২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।
তাহলে সরকারি কর্মীরা ২৭ জুন বকেয়া ডিএ-এর টাকা পাবেন? কি বলছে নবান্ন?
সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক পরিশোধ
২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫% কর্মীদের হাতে তুলে দিতে হবে।
উল্লেখ্য, গত ১৬ই মে ডিএ মামলায় রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
সেই সময় ৬ সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।