Ration Card: সারা রাজ্যে লক্ষ লক্ষ মানুষ রেশন ডিলারের কাছ থেকে পাওয়া খাদ্যশস্যের উপর নির্ভর করে থাকেন। রেশন ব্যবস্থায় নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কেন্দ্র ও রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে।

Ration Card-Bank Account Link: রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধারের (Aadhar) সংযোগ আগেই হয়েছে। এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও (Bank Account) সংযোগ হতে চলেছে। খাদ্যমন্ত্রকের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার। আধারের মাধ্যমেই রেশন কার্ডধারী ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে পারে বলে কেন্দ্রকে জানিয়েছে রাজ্য সরকার। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে আধার বাধ্যতামূলক। নতুন রেশন কার্ড করতে হলেও আধার দরকার। বায়োমেট্রিক ছাড়া রেশন ডিলারের কাছ থেকে খাদ্যপণ্য পাওয়া যায় না। এবার রেশন কার্ডের সঙ্গে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ হতে চলেছে। ঠিক কী কারণে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা চালু করতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেশন ডিলাররা এখনও এ বিষয়ে অন্ধকারে।

খাদ্যপণ্যের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা?

করোনাভাইরাস অতিমারী এবং লকডাউনের সময় থেকেই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। অনেকেই নতুন করে রেশন কার্ড করেছেন। সব রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠক হয়। এই বৈঠকে খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক। নতুন রেশন কার্ড করার সময় যখন ই-কেওয়াইসি হবে, তখন আধারের তথ্যের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নেওয়া হবে। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়ে জানিয়েছেন, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। ফলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেশন কার্ডের সংযুক্তিকরণের প্রয়োজন নেই। রাজ্য ও কেন্দ্র সাধারণত কোনও বিষয়ে সহমত হয় না। কিন্তু এবার কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়েছে রাজ্য। এই প্রস্তাব কার্যকর হলে রেশন কার্ডধারী ব্যক্তিরা খাদ্যপণ্যের বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাবেন কি না, সেই জল্পনা তৈরি হয়েছে।

রেশন ডিলারদের কী হবে?

কেন্দ্রীয় সরকার যদি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, তাহলে রেশন ডিলারদের ভূমিকা গৌণ হয়ে যাবে। তখন রেশন দোকান থেকে খাদ্যশস্য দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে রেশন ডিলাররা চিন্তিত হয়ে পড়েছেন। ভবিষ্যতে কী হবে তাঁরা বুঝতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।