সংক্ষিপ্ত
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যখন গণ কনভেনশন চলছে তখনই নতুন এই জুনিয়র ডাক্তারদের সংগঠন টেরর কালচার নিয়ে সরব হয়েছে।
জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার। লড়াই ক্রমশই প্রকট হচ্ছে। আরজি কর সহ একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালের থ্রেট কালচার নিয়ে যখন সরব অনিকেত , দেবাশিস, কিঞ্জলদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট(WBJDF) তখনই পাল্টা সরব হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। মেডিক্যাল কলেজ হাসপাতালের কানাঘুষো এই সংগঠনটি শাসকদলের ঘনিষ্টদের।
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যখন গণ কনভেনশন চলছে তখনই নতুন এই জুনিয়র ডাক্তারদের সংগঠন টেরর কালচার নিয়ে সরব হয়েছে।
শুক্রবর রতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্টর্স অ্যাসোসিয়েশনের লোগো প্রকাশ করা হয়। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অপ্রচার রুখতেই তৈরি হয়েছে ডাক্তারদের এই নতুন সংগঠন। শনিবার সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক তথা জুনিয়র চিকিৎসক শ্রীশ চক্রবর্তী বলেন, 'আমাদের বিরুদ্ধে হওয়া অন্য়য়ের কারণে আমরা মানসিক শারীরিকভবে ক্ষতিগ্রস্ত হয়েছি। গত ৯ আগস্ট খুবই খারাপ ঘটনা ঘটে। কিছু লোক রাজনৈতিক স্বার্থপরতায় কর্মবিরতির দিয়ে এগিয়ে যায়। আমরা বলি আমরা প্রতিবাদ জানাব। আমরাই প্রথম আন্দোলন শুরু করেছিলাম। আমরা বলেছিলাম রোগী পরিষেবাই আমাদের লক্ষ্য। আমাদের বয়কট করা হয়। বলা আমরানকি থ্রেট কালচার চালাই। একটি তদন্ত কমিটি বসে। আমাদের কথা শুনল না। আমাদের কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয়। '
এই সংগঠনের অভিযোগ তাদের ক্রিমিলান বলা হয়েছে। কিন্তু যারা 'অভয়া দিদি'র নামে, রিয়া বেরার নামে কোটি কোটি টাকা তুলছে তারা ক্রিমিনাল নয়? তাদের আরও দাবি তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সবের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তরা জোটবদ্ধ হয়েছে বলেও দাবি করেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।