
SSC Scam : 'আমরা যোগ্য, আমরা চাকরি ফেরত চাই' গ্রুপ সি ও ডি চাকরিহারাদের বিক্ষোভ
SSC Scam Group C and D : আজ ফের রাজপথে নামলেন ২০১৬ সালের গ্রুপ C ও গ্রুপ D-এর চাকরিচ্যুত প্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। মূলত, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবীতে বিক্ষোভ।
SSC Scam Group C and D : আজ ফের রাজপথে নামলেন ২০১৬ সালের গ্রুপ C ও গ্রুপ D-এর চাকরিচ্যুত প্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। মূলত, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং যোগ্যদের পুনরায় স্কুলে ফেরানোর দাবি তুলে এই অভিযান। চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য— তাঁরা নতুন করে কোনও পরীক্ষায় বসবেন না। তাঁদের দাবি, যে ভুলে বা অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তা অবিলম্বে সংশোধন করে ন্যায়বিচার দিতে হবে।
ভাতা সংক্রান্ত মামলার শুনানির আগেই রাজ্য সরকারের উপর চাপ তৈরির লক্ষ্যে এই বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। বিকাশ ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনায় শিক্ষা মহলে ও প্রশাসনে ফের একবার চাঞ্চল্য তৈরি হয়েছে।