- Home
- West Bengal
- Kolkata
- আজই বাজেটে ঘোষণা করা হবে রাজ্য সরকারি কর্মীদেরব DA? কত শতাংশ মহার্ঘ্যভাতা বাড়াচ্ছে নবান্ন?
আজই বাজেটে ঘোষণা করা হবে রাজ্য সরকারি কর্মীদেরব DA? কত শতাংশ মহার্ঘ্যভাতা বাড়াচ্ছে নবান্ন?
আজই বাজেটে ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’, তাই রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার প্রত্যাশা করছেন। দেখে নিন কী হতে চলেছে

ফেব্রুয়ারির ১০ তারিখ, সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন।
ভোটমুখী বাজেট হবে এবার? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পান, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪% হারে ডিএ পাচ্ছেন।
কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই ফারাক উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে।
এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ ‘পূর্ণাঙ্গ বাজেট’, তাই রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার প্রত্যাশা করছেন।
সূত্রের খবর আজ সেই বহু কাঙ্খিত মহার্ঘ্যভাতার ঘোষণা হবে বিধানসভা থেকে। কিন্তু পরিমান কত?
মুখ্যমন্ত্রী জানেন যে, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন।
প্রশাসনিক সূত্রে খবর, অর্থ দফতরের শীর্ষ আধিকারিকেরা ৪-৬ শতাংশের মধ্যে ডিএ ঘোষণা নিয়ে আলোচনা করছেন। তবে সিদ্ধান্তটি বাজেট পেশের ঠিক আগে ঘোষণা করা হতে পারে।
সূত্র বলছে বুধবার ৪ শতাংশ DA ঘোষণা করবে রাজ্য সরকার। তবে যদি ‘বিশেষ জায়গা’ থেকে গ্রিন সিগন্যাল থাকে তাহলে ৬ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা হতে পারে বলে খবর।
গত বছর বাজেট বক্তৃতার শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী একটি চিরকুটে ৩% ডিএ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তী সময়ে বড়দিনের উৎসবে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন।
এমন উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে।