- Home
- West Bengal
- Kolkata
- এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি, স্কুল খুলবে কবে? নয়া বিজ্ঞপ্তি দিয়ে তারিখ জানাল নবান্ন
এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি, স্কুল খুলবে কবে? নয়া বিজ্ঞপ্তি দিয়ে তারিখ জানাল নবান্ন
চৈত্রের গরমে স্কুলগুলিতে চলছে পড়াশোনা। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের। তবে গতবছরের মত এবছরেও আগেভাগেই এসেছে ছুটির খবর। সম্প্রতি গরমের ছুটি (Summer Holiday) নিয়ে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কতদিনের ছুটি থাকবে গরমে?

চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে কলকাতা থেকে জেলা। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের।
কিন্তু এবার এই চিন্তার দিন শেষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে।
যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি তবে এবছর ১২ই মে থেকে ১১ দিন গরমের ছুটি থাকার কথা ছিল।
চৈত্র মাসেই যে হারে গরম পড়েছে আর একটু বেলা বাড়লেই রোদের তাপ বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।
তাহলে কবে থেকে পড়ছে ছুটি? স্কুল খুলছেই বা কবে? নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
নবান্ন বলেছে আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে। অবশ্য এর আগেও একাধিক ছুটি রয়েছে, গত ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল। এরপর আগামী ১৪ ও ১৫ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটি থাকবে।
গতবছরও ছুটির আগেভাগে ঘোষণা করা হয়েছিল। তবে গরম থাকার জেরে ছুটি বর্ধিত করা হয়েছিল।
গরমের ছুটি একদিকে যেমন ভালো তেমনি অন্যদিকে চিন্তার। কারণ এতে একদিকে যেমন সিলেবাস শেষ করা হয়ে ওঠে না। তবে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।
শুরুর তারিখ সম্পকে জানালেও কবে ছুটি শেষ হবে সেটা আলাদা করে উল্লেখ করা হয়নি।

