West Bengal Weather Today : বঙ্গে ঢুকল বর্ষা! বিরাট আপডেট আবহাওয়ার, দেখুন

West Bengal Weather Today : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বর্ষা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Share this Video

West Bengal Weather Today : ১৮ জুন থেকে শুরু করে ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

১৯ জুন দক্ষিণ ২৪ পরগণা ও পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

২৩ ও ২৪ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ফের সক্রিয় হবে বর্ষা। বিশেষ করে নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এলাকায় বৃষ্টির দাপট বাড়বে।

প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলার বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে।

Related Video