- Home
- West Bengal
- Kolkata
- কী কী বাড়ছে মমতার বাজেটে? লক্ষ্মীর ভাণ্ডার-ডিএর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে তালিকায়
কী কী বাড়ছে মমতার বাজেটে? লক্ষ্মীর ভাণ্ডার-ডিএর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে তালিকায়
ভোটমুখী বাজেট হবে এবার? ২০২৬ সালের নির্বাচনের আগে নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোটা রাজ্যের নজর থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বাজেটে। কারণ একধাক্কায় বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরকারি কর্মীদের ডিএ।

১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় মেয়াদের এটি হবে প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
কেন্দ্রীয় বাজেটের প্রভাব রাজ্যের অর্থনীতির উপরেও পড়বে। তাই কেন্দ্রের বাজেট ঘোষণার পর রাজ্যের বাজেট কেমন হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে আমজনতার।
বাজেটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক: নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারির বাজেট পেশের আগে আরও এক দফা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা।
৪ ফেব্রুয়ারি সেই বৈঠক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সেখানে বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ভোটমুখী বাজেটে নজর নতুন প্রকল্পে: রাজ্য প্রশাসনের একাংশের মতে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের উপর জোর দেওয়া হতে পারে।
একই সঙ্গে কৃষক, শ্রমিক এবং গৃহহীনদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা হতে পারে।
রাজ্য বাজেট পেশের দিকে এখন সবার নজর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা রাজ্যের আর্থিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
গোটা রাজ্যের নজর থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বাজেটে।
কারণ একধাক্কায় বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরকারি কর্মীদের ডিএ।