সংক্ষিপ্ত

  • লকডাউনের মাঝে নয়া বিপত্তি
  • বন্ধ চা বাগানে ঢুকল চিতাবাঘ
  • খাঁচা বসানোর দাবি স্থানীয়দের
  • আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়

লকডাউনের মাঝেই এবার নয়া বিপত্তি। বন্ধ চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ! আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়ায় এলাকায়। খাঁচা বসানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই মিলল সুখবর, বাঘের সংখ্যা বাড়ল সুন্দরবনে

ফাঁসিদেওয়া ব্লকের হাঁসখোয়া চা-বাগান। লকডাউনে কারণে এখন বাগান বন্ধ। শ্রমিকেরা যে যাঁর বাড়িতে। তাতেই কি ঘটল বিপত্তি? স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক দিন ধরেই হাঁস,মুরগি ও ছাগল উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি কেউই। শেষপর্যন্ত চা-বাগান লাগোয়া এলাকায় একটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখা যায়! শুধু তাই নয়, বাঘটি নাকি আবার সন্তান প্রসব করেছে চা-বাগানে। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফাঁসিদেওয়ার হাঁসখোয়া চা বাগান লাগানো এলাকায়। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন অনেকেই।  

আরও পড়ুন: করোনা সংকটের মাঝেই হনুমানদের মৃত্য়ু, আতঙ্ক ছড়াল বাগনানের গ্রামে

আরও পড়ুন: জেলাশাসকের দপ্তরের সামনে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 'খুন', থানায় আত্মসমপর্ণ যুবকের

জানা দিয়েছে, খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা যখন ঘটনাস্থলে যান, ততক্ষণে গা-ঢাকা দিয়েছে চিতাবাঘটি। আপাতত এলাকায় নজরদারি আরও বাড়ানোর আরও বাড়ানো হতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে খাঁচার পাতার কোনও পরিকল্পনা নেই বলেই বনদপ্তর সূত্রে খবর।