সংক্ষিপ্ত
- পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ
- ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ শেষ হয় পরীক্ষা
- এবছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১০,৬৪,৭৪০
ভোটের ফলের ঠিক দু' দিন আগে মাধ্যমিকের ফল বেরোচ্ছে. আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, সকাল ন'টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বেলা দশটা থেকে ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা. পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে। মোট ১০,৬৪,৭৪০ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ফপ্রকাশের দিনই ছাত্রছাত্রীরা হাতে মার্কশিটও পেয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে জুন মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে বলেই খবর।
ইতিমধ্য়েই আইসিএসই, আইএসসি এবং সিবিএসই-র ফলপ্রকাশ হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিকের ফলপ্রকাশে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সময়েই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। জুন মাসের দুই তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলও প্রকাশিত হতে পারে।