সংক্ষিপ্ত
- করোনা আতঙ্কে আত্মহত্যা
- বাড়িতে ঝুলন্ত দেহ মিলল যুবকের
- শোকের ছায়া নদিয়ার নবদ্বীপে
- তদন্তে নেমেছে পুলিশ
মৌলিককান্তি মণ্ডল, নদিয়া: রোজগারের আশায় বিহার থেকে চলে এসেছিলেন এ রাজ্যে। করোনা সংক্রমণ ধরা পড়ার পর আতঙ্কে আত্মহত্যা করলেন ভিনরাজ্যের যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ায় নবদ্বীপে।
আরও পড়ুন: লকডাউন হচ্ছে না ১২ সেপ্টেম্বর, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের বাড়ি বিহারের বেগুসরাই জেলার সাঞ্জার গ্রামে। গত বেশ কয়েক বছর ধরে নবদ্বীপের চরমাজিয়া গ্রামে থাকতেন তিনি। লেক-তোষক বানিয়ে রোজগারও মন্দ হত না। লকডাউনে কারণে দীর্ঘদিন বিহারে দেশের বাড়িতে যেতে পারেননি ওই যুবক। এ রাজ্যে সপ্তাহে দু'দিন লকডাউন চলছে এখনও। তবে অন্য দিনগুলিতে জনজীবন কার্যত স্বাভাবিকই থাকছে।
আরও পড়ুন: হিন্দু ব্রাহ্মণের জমিতে মুসলিমদের সমাধিক্ষেত্র, সম্প্রীতির অন্যন্য নজির বর্ধমানে
আরও পড়ুন: পরকীয়া সম্পর্কের 'মাশুল', চারমাসের সন্তানকে 'জলে ডুবিয়ে খুন' করল মা
জানা দিয়েছে, সম্প্রতি বিহারে দেশের বাড়িতে গিয়েছিলেন করোনা আক্রান্ত যুবক। দিন পনেরো আগে যখন নবদ্বীপে ফেরেন, তখন নিয়মমাফিক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে লালারস পরীক্ষা করা হয় তাঁর। বুধবার রাতে পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবা বাড়ির বারান্দায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।