সংক্ষিপ্ত
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল গোটা বঙ্গ । জমা জলের কারণে রবিবারেও বাতিল একাধিক দূরপাল্লার গাড়ি।
জমা জলের কারণে রবিবারেও বাতিল একাধিক দূরপাল্লার গাড়ি। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল গোটা বঙ্গ । তার ব্যতিক্রম হয়নি হাওড়া শহর। এখনো জল জমে হাওড়া পুরো এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। ফলে ব্যাহত হয় ট্রেন পরিষেবা ।
আরও পড়ুন, 'Alvida'-র রহস্য বাড়িয়ে দিলীপকে আক্রমণ, নাড্ডার অনুরোধে ফিরছেন কি বাবুল
নিম্নচাপের জেরে বৃষ্টির জল জমে টিকিয়াপাড়া রেলওয়ে ইয়ার্ড । ফলে ব্যাহত হয় ট্রেন পরিষেবা । লোকাল ট্রেন গত দু'দিন ধরে পুরোপুরি বন্ধ থাকার পরে গতকাল বিকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পূর্ব শাখার পরিষেবা । ম্যানুয়াল সিগন্যাল এর সাহায্যে প্রবেশ করানো হচ্ছে হাওড়া স্টেশনে । তবে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া স্টেশনের লোকাল ট্রেন পরিষেবা । যা জল জমার কারণে খড়গপুর থেকে দাসনগর পর্যন্তই চালু রয়েছে।
"
আরও পড়ুন, BJP Marathon: পুলিশের অনুমতি নেই, চ্যালেঞ্জ রেখেই রবিবার রেড রোডে দৌড়লেন দিলীপ-সৌমিত্ররা
তাছাড়া গত দুদিনের মত ১ আগস্ট ২০২১ বেশকিছু দূরপাল্লার গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । যার মধ্যে রয়েছে হাওড়া প্রয়াগরাজ স্পেশাল, হাওড়া ধানবাদ স্পেশাল , হাওড়া ভাগলপুর স্পেশাল, হাওড়া জামালপুর স্পেশাল, হাওড়া কাঠগোদাম স্পেশাল, হাওড়া সিউড়ি স্পেশাল হাওড়া মালদা টাউন স্পেশাল হাওড়া রামপুরহাট স্টেশন হাওড়া আজিমগঞ্জ স্পেশাল সহ ২৩টি ট্রেন । অন্যদিকে দক্ষিণ-পূর্ব শাখায় গুরুত্বপূর্ণ গাড়িগুলো এদিনও হাওড়া স্টেশনের বদলে শালিমার সাঁতরাগাছি খড়গপুর থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন, Drug Racket:মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাদক পাচার কলকাতায়, NCB-র জালে ২ যুবতী সহ ৩
একইসঙ্গে ডাউনের গাড়িগুলো হাওড়া স্টেশন এর পরিবর্তে এই তিনটি স্টেশন এ পর্যন্তই আসবে । যার মধ্যে রয়েছে হাওড়া মুম্বাই স্পেশাল, হাওড়া পুরী স্পেশাল, হাওড়া আমেদাবাদ স্পেশাল, হাওড়া ভুবনেশ্বর স্পেশাল, হাওড়া যশোবন্তপুর স্পেশাল, সহ একাধিক গাড়ি ।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস
"