সংক্ষিপ্ত
- বৈধ নথি ছাড়াই সীমান্তে অনুপ্রবেশ
- গ্রেফতার শিশু সহ ২১ জন মহিলা
- কাঁটাতার পার করে এপারে
- কীভাবে ভারতে অনুপ্রবেশ অভিযুক্তদের
শুভজিৎ পুততুণ্ড, বারাসত-বাংলাদেশ সীমান্তে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল অনুপ্রবেশকারীরা। কিন্তু, তার আগেই সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যায়। শিশু সহ ২১ জন মহিলাকে হাতেনাতে ধরে ধরে ফেলে বিএসএফ। অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
গ্রেফতার হওয়ায় প্রত্যেক মহিলার কোলে ছোট ছোট শিশু রয়েছে। এই অবস্থায় মহিলাদের দেখে হতবাক পুলিশ কর্তারা। ছোট ছোট শিশুদের নিয়ে কীভাবে ওই মহিলারা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পার করল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বসিরহাট মহকুমার স্বরূপনগর বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। অনুপ্রবেশের সময় নজর পড়ে যায় বিএসএফের। হাতেনাতে ধরা পড়া শিশু সহ ২১ জন মহিলা।
আরও পড়ুন-দিলীপ ঘোষের নিশানায় এবার ছত্রধর মাহাতো, 'ছত্রধরকে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী'
রাতের অন্ধকারে অনুপ্রবেশের সময় ধৃতদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিল না। অনুপ্রবেশের দায়ে মহিলা সহ শিশুদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা থানার বিভিন্ন এলাকায় বলে জানতে পেরেছে পুলিশ।