সংক্ষিপ্ত

  • কাটমানি খেয়ে বাড়ি বানিয়ে দেয়নি পুলিশ
  • কাউন্সিলরের গেটের সামনে বিক্ষুব্ধ জনতা
  •  গেরুয়া রঙ দিয়ে 'চোর' লিখে দেওয়া হল দেওয়ালে

কাটমানি নিয়ে রাজ্য জুড়েই ঘটনার ঘটঘটা। কখনও বিধায়কের বাড়ি ঘেরাও, কখনও পার্টি অফিস ভাঙচুর। তবে এমন ঘটনা অতীতে ঘটেনি। এবার ইসলামপুরে অভিযুক্তের বাড়ির দেওয়ালে 'চোর' লিখে আসল বিক্ষুব্ধ জনতা।

 এদিন ইসলামপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডে কাটমানি নেবার অভিযোগে কাউন্সিলর শম্পা ছেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার সদস্য স্থানীয় বাসিন্দারা। শুধু বিক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হয়নি ক্রুদ্ধ জনতা। কাউন্সিলরের গেটের সামনে গেরুয়া রঙ দিয়ে 'চোর' লিখে দেওয়া হয়।

কাউন্সিলর শম্পাদেবী সপরিবারে শিলিগুড়িতে থাকায় এই ঘটনায় তাঁর মতামত জানা যায় নি। তবে ইসলামপুর পুরসভার পুরপিতা  জানিয়েছেন,কোন কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ পেলে তাঁকে টাকা ফেরত দিয়ে পৌরসভায় আসার নির্দেশ দেবেন।

আরও পড়ুনঃ কাটমানি নিয়ে চাপ, বর্ধমানে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, অভিযুক্ত বিজেপি

এদিন বিক্ষোভকারীরা অভিযোগ জানিয়েছেন, ইসলামপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ড আশ্রমপাড়ার কাউন্সিলর শম্পা ছেত্রী 'সকলের জন্য ঘর' প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। দীর্ঘ দুই বছর পেড়িয়ে গেলেও উপভোক্তারা ঘর পাননি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযুক্ত কাউন্সিলরের বাড়ির সামনে প্লাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। গেট ভেতর থেকে বন্ধ থাকায় গেটের বাইরে গেরুয়া কালি দিয়ে চোর লিখে দেওয়া হয়। 

বিজেপি শহর কমিটির সভাপতি সৌম্যরূপ মন্ডলের অভিযোগ করছেন, ইসলামপুর পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এই কাটমানির সঙ্গে যুক্ত। কাটমানি ফেরত পেতে লাগাতর ভাবে ওই সমস্ত কাউন্সিলরের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছেন।