কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন 'হিন্দু-মুসলিম দুটি ভাই, ভারতের দুই আঁখি তারা, এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা'। ভারতের এই দুই আঁখিকেই দেখাগেল একসঙ্গে রথযাত্রা উদযাপন করতে। ধর্মীয় ভেদাভেদ ভুলে রথের আনন্দে মাতলেন মুসলিমরাও। রথের দড়ি টানলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। এমনই ছবি দেখা গেল বারাসতে। হিন্দুদের পাশাপাশি সেখানে রথ টানলেন মুসলিমরাও। তবে শুধু রথই নয় সেখানে দুর্গাপুজো সহ আরও নানান উৎসবে তাঁরা সামীল হন।