বৃহস্পতিবার রাজ্যে ৪ টি জেলার ৩৫ আসনে অষ্টম দফার ভোট। মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫ জন। ভোটের অন্তিম দফায় এবারও শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতিসতর্কতা সঙ্গে কাজের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর অষ্টম দফায় মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। অষ্টম দফায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মোট ৩৫ টি বিধানসভা আসনে। ওদিকে ২ মে রবিবার ভোটগণনা হবে। ঠিক তার আগের দিন শনিবার বেলা ১২ টা নাগাদ ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা। ওই দিন প্রার্থী এবং গণনাকেন্দ্রের এজেন্টদের সঙ্গে কথা বলবেন তিনি।