রাজ্যে কোভিডে ভয়াবহ অবস্থা। এদিকে এখনও দুই দফা ভোট বাকি। সভা-রোড শোয়ের নির্বাচনী প্রচারে কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে। তারই সঙ্গে জানানো হয়েছে মানতে হবে কোভিড বিধি। তবে এবার কোভিড বিধি না মানার অভিযোগে ১৩ জন প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইএর করল তাঁরা। শোকজ করা হল ৩৩ জনকে।
একদিকে গতরাতে সপ্তম দফা ভোটের আগে বেলগাছিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলা, চলল গুলি । তেমনই অন্যদিকে ভোচের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারের অভিযোগ।