গবেষণাপত্রের 'হাতবদল' আরজি কর হত্যার নেপথ্যে? সিবিআই-এর নজরে মৃতার থিসিস পেপারআরজি কর হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়। সিবিআই সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসকের গবেষণাপত্র হাতবদলের ঘটনা ঘটেছিল। এই ঘটনার সাথে এক প্রভাবশালী ব্যক্তির ছেলের যোগ থাকার অভিযোগ উঠেছে।