সংক্ষিপ্ত
চুরি করে ধরা পড়লেই সঙ্গমের প্রস্তাব দিয়ে রেহাই দুই তরুণীর। চুরির ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশ আটক করতেই বেরোল চাঞ্চল্যকর তথ্য।
চুরি করে ধরা পড়লেই সঙ্গমের প্রস্তাব দিয়ে রেহাই দুই তরুণীর। চুরির ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশ (Sonarpur Police) আটক করতেই বেরোল চাঞ্চল্যকর তথ্য। এহেন ঘটনা শুনে চক্ষু চড়কগাছ পুলিশেরও। সোনারপুর থানায় আটক হওয়া ওই দুই তরুণীর থেকে বিপুল পরিমাণে চুরির মাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে সোনারপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই দুই তরুণী। তাঁদের কাছে ছিল বিশাল আকারের বস্তা। রাতে তাঁধের দেখতে পেয়ে পুলিশের পেট্রোলিং ভ্যান আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জানাতে পারে ওই দুই তরুণী আসলে চোর। ধৃতরা দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়ারা শরিফের বাসিন্দা। বারুইপুর , নরেন্দ্রপুর, সোনাপুরের বিস্তীর্ণ এলাকায় তাঁরা চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে উঠে আসে। দুই তরুণীর বিশাল বস্তা থেকে বৈদ্যুতিন যন্ত্রাদি সহ অলঙ্কার বাসনপত্র উদ্ধার হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আচমকাই এসবের মাঝে গর্ভনিরোধক বড়ি বেরোতেই কারণ জানতে চায় পুলিশ। তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই তরুণী চুরি করতে গিয়ে ধরা পড়লে তাঁরা সরাসরি সঙ্গমের প্রস্তাব দিত। এবং বিপদ থেকে বাঁচতে তাই সঙ্গে গর্ভনিরোধকের প্যাকেটও সঙ্গে রাখত। আরও জানা গিয়েছে, সন্ধ্যা নামলেও শুরু করত অপারেশন। কাগজ কুড়ানোর নাম করে বাড়ি বাড়ি তাঁরা ঢুকে পড়ত। তারপেরই চলত হাত সাফাইয়ের কাজ। স্বাভাবিকভাবেই এমন ঘটনা এই প্রথম প্রকাশ্যে এল রাজ্যে। সঙ্গমের প্রস্তাব দিয়ে রেহাই পাওয়ার ঘটনা এর আগে কখনও উঠে আসেনি।
প্রসঙ্গত, কলকাতা-সহ রাজ্যে চুরি ঘটনা আকচার ঘটে থাকে। একটু অসতর্ক হলেও সব শেষ। চলতি বছরেই একাধিক চুরি ঘটনা ঘটেছে এ শহরেই। তবে বেশির ভাগ ক্ষেত্রে কখনও সেটা ডিজিট্যাল, ফোন করে এটিএম নম্বর জেনে ব্যঙ্কের টাকা চুরি, তবে কাগজকুড়ানি সেজে চুরি ঘটনা এখন একটু কমই ঘটে। কিংবা ঘটলেও এহেন ফাঁদের গল্প কারও মাথাতেই আসে না। তাই স্বাভাবিকভাবেই তাজ্জব বনে গিয়েছেন পুলিশরাও। সঙ্গমের টোপ পেয়ে কার্যত চুরি ঘটনা ধামা চাপা দেয় যে অনেকেই, তাও এবার প্রকাশ্য়ে এসেছে। আর এখানেই উদ্বেগ বেড়েছে রাজ্যপুলিশের। তবে এই ঘটনার পর আরও সতর্ক হল পুলিশ। এই তরুণীর আরও কোনও বড় গ্যাং রয়েছে কি না খোঁজ চালানো হচ্ছে।