সংক্ষিপ্ত

  • দক্ষিণ কলকাতার সম্ভাব্য ফলাফল
  • শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল থেকে শুরু গণনা, দফায় দফায় বদলাচ্ছে ভোট সংগ্রহের চিত্র। কিন্তু মালা রায়ের সংগ্রহ ভোটের অঙ্ক নজরে পড়েছিল প্রথম থেকেই। ক্রমেই তা লক্ষ ছাড়ায়। দক্ষিণ কলকাতায় নজির গড়া ফলাফল তৃণমুলের। বেলা একটা পর্যন্ত ১৫ থেকে ১৬ রাউন্ড গণনা পর্ব শেষ। প্রার্থী মালা রায়ের সংগ্রহে এখন ৩ লক্ষ ভোট। ২০১৯ লোকসভা নির্বাচনে প্রথম সম্ভাব্য ফলাফল বাংলায় ঘোষনা হতে চলেছে দক্ষিণ কলকাতায়। ভোট ব্যবধানের সংখ্যা দেখেই দক্ষিণ কলকাতার চিত্রটা স্পষ্ট।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য ফলাফলের দিকে নজর রেখে অভিনন্দন জানালেন বিজয়ী প্রার্থীদের। গতবছর এই আসনেই সুব্রত বক্সি প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধান রেখে বিজয়ী হয়েছিলেন। এই বছর সেই সংখ্যা দ্বিগুণ দাঁড়ায় বেলা একটা নাগাদ। তবে সেই সংখ্যাই ছাপিয়ে ৪ লক্ষ ৫০ হাজার ভোট সংগ্রহ করে দক্ষিণ কলকাতার আসন নিজের দখলে নিলেন রাজ্য সরকরা। নজির গড়া ফলাফলে মালা রায় চলতি বছরে নিঃসন্দেহে চমক লাগানো ছাপ রাখলেন। 

অপরদিকে এই আসনেই সিপিএম প্রার্থী চন্দ্রকুমার ঘোষ ও  কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর বিপুল ব্যর্থতা এই আসনে।