সংক্ষিপ্ত
- সরস্বতী পুজোয় প্রসাদের পরিবর্তে গাছের চারা
- পুরুলিয়ার ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের উদ্য়োগ
- ছাত্র সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই
- পরিবেশপ্রেমীদের কাছে বাহবা কুড়িয়েছে ছাত্র সংসদ
বুদ্ধদেব পাত্র, সংবাদদাতা- সরস্বতী পুজোয় প্রসাদের পরিবর্তে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল গাছের চারা।পুরুলিয়ার ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।বাগদেবীর আরাধনা শেষ করে পুষ্পাঞ্জলির পরেই যখন প্রসাদ নেওয়ার জন্য লাইন দেওয়া শুরু হয়েছে, তখনও ছাত্র ছাত্রীদের জন্য কী উপহার অপেক্ষা করছে কেউই বুঝে উঠতে পারেনি।
তরুণীর গোপন মুহূর্তের ছবি ছড়ানোর শাস্তি, ২ বছরের কারাদণ্ড যুবকের
পরে একে একে সকলের হাতে তুলে দেওয়া হল সেগুন ,শিমুল এবং জাম গাছের চারা।আর সরস্বতী পুজোর দিন সবুজয়ানের বার্তা দিতে চারা বিতরণ করে সকলের মন কাড়লেন ঝালদা এ ۔এম ۔ কলেজ। এদিন ছাত্র ছাত্রীদের পাশপাশি কলেজে আগত অভিভাবকদেরও দেওয়া হয় গাছের চারা।
বউবাজার বাঁচাতে সতর্ক মেট্রোরেল কর্তৃপক্ষ, নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি
কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নেহাল হাজরা জানান, আজকের দিনটি সরস্বতী পুজো ছাত্র ছাত্রীদের কাছে অত্যন্ত শুভ দিন। আজকের দিনে তাই সবুজায়ানের লক্ষ্যে পৃথিবীর ভারসাম্যের দিকে নজর রেখে আজ আমরা ছাত্র ছাত্রীদের হাতে ১৫০ টি চারাগাছ বিতরণ করলাম। পুরুলিয়া জেলার প্রান্তিক শহর ঝালদার কলেজে আজকের অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা।
'তাপসের গ্রেফতারিতে কেন ধরনা দেননি', মমতার বিরুদ্ধে মৃতদেহ রাজনীতির অভিযোগ বিরোধীদের