সংক্ষিপ্ত

 অসুস্থ ওই গৃহবধূর নাম শ্যামলী মন্ডল।স্বামী শ্যামল মন্ডল।বাললিটোলা গ্রামের বাসিন্দা।গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। শরীরে রক্ত স্পল্পতাসহ সহ বিভিন্ন রোগে আক্রান্ত। 

মালদার (Malda) ভুতনি এলাকায় কুসংস্কারের (Superstition) কারণে রীতিমত অসুস্থ  সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ (Pregnent Woman)। দিনের পর দিন ওষুধ পথ্য না দিয়ে ঝাড়ফুকের ওপরেই ভরসা রেখেছিল পরিবারের। স্থানীয় প্রশাসনের কানে এই খবর যেতেই রীতিমত অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে প্রশাসন।  ঘটনায় তোর চাঞ্চল্য ছড়ালো বুধবার মালদার ভুতনি থানার বাললিটোলা গ্রামে। 

 অসুস্থ ওই গৃহবধূর নাম শ্যামলী মন্ডল।স্বামী শ্যামল মন্ডল।বাললিটোলা গ্রামের বাসিন্দা।গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। শরীরে রক্ত স্পল্পতাসহ সহ বিভিন্ন রোগে আক্রান্ত। বুধবার সকালে পরিবারের তরফে গুনিন কে ডেকে চলে গৃহবধূর ওপর ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকের নাকি সুস্থ হচ্ছে ওই গৃহবধূ এমনই দাবি পরিবারের। রীতিমতো নিম পাতা ও জল দিয়ে চলে গৃহবধূর ওপর গুনিনের ঝাড়ফুঁক।তবে ঝাড়ফুঁকের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। আসরে নামে পুলিশ প্রশাসন। ভুতনি থানার পুলিশ তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ প্রসঙ্গে অসুস্থ গৃহবধূর বাবা নিখিল মন্ডল জানান, মেয়েকে একাধিকবার ডাক্তারের কাছে নিয়ে যাওযা হয়েছিল। কিন্তু তাঁরা নাকি তাতে কোনও লাভ দেখতে পারনি। মেয়ের শরীর সুস্থ থাকছে না, বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু ঝাড়ফুঁক করা হলে শরীর আবার সুস্থ  হয়ে যাচ্ছে বলে দাবি তার। তাই এমন ঝাড়ফুঁক করাচ্ছেন তারা। মেয়ে অসুস্থ হয়ে গেলেই ওঝা ডেকে ঝাড়ফুক করায় পরিবার। তাতেই মেয়ে সুস্থ হয়ে যায় বলেও দাবি তার। 

যদিও গোটা বিষয়টা সামনে আসতে অস্বস্তিতে পড়েন চিকিৎসকরাও। মালদার এক স্বাস্থ আধিকারিক জানিয়েছেন এটি নিতান্তই কুসংস্কার। মনের ভুল। মহিলা রক্ত স্পল্পতায় ভুগছেন। ঝাড়ফুঁকের পর মনের বল ফিরে পান। তাই তার মনে হয় তিনি সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেরই তিনি অসুস্থ হয়ে পারেন।  এ প্রসঙ্গে প্রতিনিধিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রাজেশ সাহা জানান, আপাতত ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে। প্রয়োজনে আরও ভাল চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এত প্রচার আত্মসচেতনতার পরও গ্রাম গঞ্জের মানুষ ঝাড়ফুঁক করা সেটা সত্যি অবিশ্বাস্য। আগামী দিনে আরও এলাকাজুড়ে বিভিন্ন প্রশাসনিক স্তর এর মধ্য দিয়ে প্রচার চালানো হবে।  
    
অন্যদিকে ভুতনি থানার পুলিশ ঘটনায় জড়িত ওঝা  সঞ্চয় ভগদ কে আটক করে ভুতনি থানায় নিয়ে যায় ।  পাশাপাশি পুলিশ প্রাথমিক  ভাতে তদন্ত শুরু করেছে ।