সংক্ষিপ্ত


দুর্নীতি সংক্রান্ত খবর করার 'অপরাধে' শাসক দলের জনপ্রতিনিধির হাতে নিগৃহীত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক! খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। 


দুর্নীতি সংক্রান্ত খবর করার 'অপরাধে' শাসক দলের জনপ্রতিনিধির হাতে নিগৃহীত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক! খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। যদিও এ বিষয়ে পুলিশ কর্তারা কোনও কিছু মন্তব্য করতে নারাজ। শেষ পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে। 

আরও পড়ুন, 'যার ক্ষমতা আছে, সে লাল বাতি লাগাবে', হুমকির ২৪ ঘণ্টা পেরোতেই বাতি খুলে 'বোধোদয়' সুজয়ের
বেশ কিছুদিন ধরেই এলাকায় শাসক দল তৃণমূলের জনপ্রতিনিধির বিরুদ্ধে নানান চরম আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর সেই মতো  এলাকার ঐ দাপুটে তৃণমূল নেতা তথা জনপ্রতিনিধি বিরুদ্ধে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধি খবর করার অপরাদে তাকে পেটানোর অভিযোগের ঘটনা রবিবার চাউর হতেই সব মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মুর্শিদাবাদের সীমান্তবর্তী  ইন্দো-বাংলা লাগোয়া পোল্লাগাড়ি এলাকায় ঘটনার সূচনা। যদিও সাংবাদিককে নিগৃহীত করার এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ওই অভিযুক্ত  তৃণমূলের জনপ্রতিনিধি তথা নেতা আব্দুল জাব্বার। এদিকে পরিস্থিতি এতটাই জটিল হয় যে নিগৃহীত ওই  বৈদ্যুতিন মাধ্যমের চিত্রসাংবাদিক সুব্রত প্রামানিক কে স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়। পাশাপাশি সাংবাদিক পেটানোয় অভিযুক্ত ঐ শাসকদলের দাপুটে তৃণমূল নেতা সাফাই দিয়ে  বলেন,"আমি কাউকে মারধর করিনি আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর বেশি কিছু বলার নেই।' 

 আরও পড়ুন, জল কমলেও জ্বরের প্রকোপ, ঘাটালের ৫ শিবিরে এখনও দেড় হাজার দুর্গত

প্রসঙ্গত, বৈদ্যুতিন মাধ্যমের ওই চিত্রসাংবাদিক সুব্রত ওই নেতার বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত একটি খবর করতে যাই। অভিযোগ তার জেরেই ঐ চিত্র সাংবাদিককে বাড়ি থেকে ডেকে এনে অভিযুক্ত তৃণমূল নেতা ও তার লোকজন বেধড়ক পেটায় বলে অভিযোগ। এর পরেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল বিধায়ক আব্দুল রাজ্জাক বলেন,"বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখবো। তবে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা কখনোই সঠিক নয়। আইন আইনের পথে চলবে"।  যদিও এ বিষয়ে পুলিশ কর্তারা কোনও কিছু মন্তব্য করতে নারাজ। শেষ পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা এখনও সম্ভব হয়নি।

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player