একে সামাজিক দূরত্বের বিধি, লকডাউন আর তার ওপর বুধবারের কালবৈশাখী ঝড় তাই বিক্রি কম হবে জেনে এমনিতেই কম মিষ্টি তৈরি করেছিলেন দোকানিরা তবুও সেই মিষ্টিটুকুও কিনতে খরিদ্দার আসেনি দোকানে সবমিলিয়ে এবার জামাইষষ্ঠীতে বিক্রিবাট্টা একেবারেই কম ছিলো মিষ্টির দোকান

একে লকডাউন, তার ওপর আবার দুর্যোগের আবহাওয়া সবমিলিয়ে কার্যত মাঠে মারা গিয়েছে জামাইষষ্ঠী হালুইকরদের তৈরি কার ইয়াব্বড়া সন্দেশ, যার ওপর বড় করে লেখা থাকে জামাইষষ্ঠী, কই, তারও তো তেমন বিক্রি নেই দোকানে জলঝড়ের মধ্য়ে দোকানের ভেতর বসে বলতে গেলে সারাদিন মাছি তাড়়িয়েছেন মিষ্টির ব্য়বসায়ীরাবিক্রি যে একেবারেই হয়নি, তা নয়, তবে তা বলার মতো নয়অন্য়বারজ্য়ৈষ্ঠ মাসের যে কোনও রবিবারে যা বিক্রিবাট্টা হয় মিষ্টির দোকানে, এবার সেটুকুও হয়নি জামাইষষ্ঠীর দিন তাই, সবমিলিয়ে রীতিমতো হতাশ মিষ্টির ব্য়বসায়ীরা

মার্চের মাঝামাঝি থেকেই করোনা সংক্রমণের ভয়ে আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত বন্ধ হয়েছেআর ওই মাসেরই ২৪ তারিখ থেকে শুরু হয়েছে লকডাউনমাস দেড়েক পরে এই লকডাউন কিছুটা শিথিল হতে-না-হতেই ধেয়ে এসেছে আমফানের বিপর্যয়আর তার ঠিক সাতদিনের মাথায় প্রবল কালবৈশাখীআর সবকিছুর জেরে জামাইষষ্ঠীতে ভাঁটার টান

এমনিতেই সামাজিক দূরত্বের বিধি মেনে এবার একপ্রকার নমো-নমো করেই সারা হয়েছে জামাইষষ্ঠীকিন্তু এর ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়া অনুঘটকের কাজ করেছেতাই অন্য়ান্য়বার যেখানে জামাইষষ্ঠীর দিন সকাল থেকে মিষ্টির দোকানে ভিড় উপচে পড়তো, এবার তা একেবারেই দেখা যাচ্ছে নাবরং বেশিরভাগ দোকানদারেরই মুখ ভারমিষ্টির ব্য়বসায়ী তপন জানার কথায়এমনিতেই এবার মিষ্টি কম তৈরি করেছিলামকিন্তু তাই বলে ওইটুকু মিষ্টিও যে বিক্রি হবে না তা ভাবতে পারিনিদুমাস ধরে বিক্রিবাট্টা প্রায় কিছুই নেই বলতে গেলেএই ধরনের অনুষ্ঠানের দিনও যদি বিক্রির এই দশা হয় তো এবার দোকানে তো দোকানে ঝাঁপ ফেলা ছাড়া আর কোনও উপায় নেইদেখছি

কমবেশি সব মিষ্টি ব্য়বসায়ীরাই একই কথা বলছেনসকাল থেকে আকাশের দিকে চেয়ে বসে রয়েছেন সঞ্জয় মাইতিদোকানে কোনও ক্রেতা নেইবাইরে অঝোরে ঝরে পড়ছে বৃষ্টিভাবছেন, কখন একটু জলঝড় কমবেআকাশের দিকে তাকিয়েই আনমনে বললেনবাজারের অবস্থা খুব খারাপ দোকানের দিকে পা মাড়াচ্ছেন না কেউকোনও খরিদ্দার নেইকী করে ব্য়বসা চালাবো বুঝতে পারছি না

সব মিলিয়ে, এবার জামাইষষ্ঠীতে মিষ্টির ব্য়বসা ভীষণভাবে মার খেয়েছেব্য়বসায়ীরা অনেকেই কম করে মিষ্টি বানিয়েছিলেনকিন্তু ওইটুকু মিষ্টিও যে দোকানে পড়ে থাকবে আর তা কার্যত মাছিতে খেয়ে সাবার করে দেবে, তা বোধহয় কেউ স্বপ্নেই ভাবেননি