- তৃণমূলের সংখ্যালঘু ভাঙন ধরাচ্ছে বিজেপি
- তৃণমূল থেকে বিজেপিতে খোদ মন্ত্রীর ভাই
- উত্তর দিনাজপুরে রাজনৈতিক চাপানউতোর
- কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে যোগদান
কৌশিক সেন, রায়গঞ্জ-বাংলায় বিধানসভা ভোটের আগে জোরদার চলছে যোগদান কর্মসূচি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন একের পর এক শীর্ষ নেতা। এবার উত্তর দিনাজপুরে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বড়সড় ভাঙন ধরাল গেরুয়া শিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন খোদ মন্ত্রীর ভাই।
আরও পড়ুন-'চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি', ভোটের আগে তৃণমূলের নয়া কর্মসূচি
রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিজেপিতে যোগদান করলেন মন্ত্রীর ভাই। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম হায়দায় যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের কয়েকশো নেতা কর্মী। শনিবার ইসলামপুরে বিজেপির জনসভায় মন্ত্রীর ভাইয়ের হাতে পাতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। বিজেপির এই যোগদান সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্য়ান্য শীর্ষ নেতৃত্বরা।
আরও পড়ুন-মুর্শিদাবাদে গোপন আস্তানা গড়তে পারে জেএমবি, বাংলাদেশ সীমান্তে রেল অ্যালার্ট
উত্তর দিনাজপুরে শাসকদলের খোদ মন্ত্রীর ভাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন গোলাম হায়দার। তিনি বলেন, ''জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত কেন্দ্র হল গোয়ালপোখর। এখানে কোনও উন্নয়নমূলক কাজ করেনি সরকার। রাজ্যের সব কাজে দুর্নীতিতে ভরে গিয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিতে যোগদান করলাম''। যদিও, রাজনীতির সঙ্গে পরিবারের কোনও সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রীর ভাই।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2020, 4:50 PM IST