সংক্ষিপ্ত
- সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসবে না তো?
- রাজ্যে ফের করোনার গ্রাফ উর্ধ্বমুখী
- এবার সংক্রমিত হলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
- নার্সিংহোমে ভর্তি তিনি
সরকারি কাজে কলকাতায় গিয়েই কি ঘটল বিপত্তি? করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেলেন না রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবও। অসুস্থতা তেমন গুরুতর নয়। তবে উপসর্গ থাকার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে।
আরও পড়ুন: 'আর বসে থাকলে চলবে না', কালীপুজো মিটলেই ভোট প্রচারে নামতে চলেছে তৃণমূল
উত্তরবঙ্গেই ছিলেন। দিন দুয়েক আগে পর্যটন দপ্তরের কাজ কলকাতায় যান মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সকালে শিলিগুড়িতে ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে মন্ত্রী। কেমন আছেন? নার্সিংহোম সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার মতো উপসর্গ থাকলেও গৌতম দেবের শারীরিক অবস্থা মোটের উপর স্থিতিশীল।
আরও পড়ুন: গায়ে গায়ে মৃত্যু কলকাতা-উত্তর ২৪ পরগণায়, রাজ্য়ের আক্রান্ত ৪ লক্ষ ছুঁইছুঁই
উল্লেখ্য, উৎসবের মরশুমে রাজ্যে করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী। সুজিত বসু, স্বপন দেবনাথ, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, এ রাজ্যের করোনা আক্রান্ত মন্ত্রীদের তালিকাটা বেশ দীর্ঘ। তবে সকলেই কিন্তু সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন। সুস্থ হয়ে যাবেন গৌতম দেবও, তেমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা।