সংক্ষিপ্ত

  • দিঘায় সমুদ্রে তলিয়ে গিয়ে ফের মৃত্যু
  • মৃত্যু হল হুগলি জেলার বাসিন্দা এক পর্যটকের
  • নুলিয়ারা উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি

মঙ্গলবার সকালে নিউ দিঘার হলিডে হোম ঘাটে সমু্দ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। সমুদ্রের স্নান করতে নেমে তলিয়ে যান হুগলি জেলার রাজহাটি গ্রামের বাসিন্দা দীপু সেনাপতি নামে বছর চল্লিশের ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সমুদ্রে জোয়ার চলার সময়ই স্নান করতে নামেন ওই পর্যটক। সমু্দ্রে নামার পরেই প্রবল ঢেউয়ের মধ্যে তলিয়ে যেতে শুরু করেন তিনি।

মৃতের সঙ্গীরা জানান, দীর্ঘদিন ধরেই মৃগীতে ভুগছিলেন দীপু। এ দিন সমু্দ্রে নামার পর পরই মৃগীতে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এর পরেই তলিয়ে যেতে থাকেন ওই যুবক। তাঁর সঙ্গীদের চিৎকারে বিষয়টি নুলিয়াদের নজরে আসে। বেশ কিছুক্ষণ পরে ওই যুবককে তলিয়ে যেতে দেখে নুলিয়ারা তাঁকে উদ্ধার করেন।  

আরও পড়ুন- দিঘায় শুধু পর্যটন নয়! ঘরহারা দুধের শিশুদের কল্যাণে বড় নজির গড়ল সমুদ্রনগরী

আরও পড়ুন- বন্ধ গাড়িতে আটকে শিশু, বাবা মা দিঘার সমুদ্রে স্নানে মগ্ন, দেখুন ভিডিও

উদ্ধারের পর দ্রুত ওই যুবককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, হুগলি জেলার খানাকুল থানা এলাকার রাজহাটি গ্রামের বেশ কয়েকজন মিলে বাস ভাড়া করে দিঘা বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাটে স্নান করতে নেমে এই বিপত্তি ঘটে। বেড়াতে আসার আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে।