সংক্ষিপ্ত
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার কয়েকটি জেলার বৃষ্টি হতে পারে।
অবশেষে স্বস্তির কথা শুনিয়েছে হাওয়া অফিস। তবে তার জন্য অপেক্ষা করতে হবে সপ্তাহের শেষ পর্যন্ত। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার কয়েকটি জেলার বৃষ্টি হতে পারে। আর রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনি ও রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ।
এদিনও কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর পরিস্থিতি ছিল। এদিনও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৫১ শতাংশ। দুপুরের দিকে দমদমে তাপমাত্রা পারদ পৌঁছে গিয়েছিল ৩৮ ডিগ্রিতে। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪২. ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুই দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।তিন পর বৃষ্টি হতে মিলতে পারে স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে এতদিন পরে কিছুটা হলেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা ৫৬ দিন ধরে বৃষ্টি হয়নি। দীর্ঘ দিন পরে এপ্রিল মাস শুখা রইল দক্ষিণবঙ্গে। কারণ এই সময়টা কালবৈশাখীর কারণে ঝড় বৃষ্টি হয়। এবার চৈত্র ও বৈশাখ মিলিয়ে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দেখা পাওয়া যায়নি। প্রবল এই গরমের কারণে রাজ্যে স্কুল হচ্ছে সকালে। তবে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। ২ মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।
শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। দিল্লিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিনই তাপপ্রবাহের পূর্বাভাস ছিল। অন্যদিকে ওড়িশার পরিস্থিতিও খারাপ। প্রবল গরমের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সোমবারই তাপপ্রবাহের কবলে পড়েছিল পঞ্জাব ও হরিয়ারা। গুরুগ্রামের তাপমাত্র ৪২.৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। পাতিয়ালার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। আগেই তাপপ্রবাহ শুরু হয়েছে পশ্চিম সিংভূম, কোডরমা, গিরিডিতেষ আগামী ২৪ এপ্রিল থেকে রাঁচি, বোরাকো, পূর্ব সিংভূম, গাড়োয়া, পালামৌ ও চাত্রাকে তাপপ্রবাহের সতর্ক রয়েছে। তবে ২৯ এপ্রিল বৃষ্টি হতে পারে এই এলাকায়।