সংক্ষিপ্ত

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সুপার সাইক্লোনের বিষয় প্রকাশ্য আসার পর থেকেই তুঙ্গে জল্পনা। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ কিছুদিন আগে জানিয়েছেন, ১৭ অক্টোবরের মধ্যেই তৈরি হবে নিম্নচাপ। 

মেঘ-বৃষ্টির খামখেয়ালির মধ্য দিয়েই কেটেছে দুর্গাপুজো। তারপরেও রেহাই মেলেনি বৃষ্টির হাত থেকে। এবার কি কালিপুজোতেও ভাসবে রাজ্য? দুর্যোগের আশঙ্কায় রাজ্যবাসী। ইতিমধ্যে সুপার সাইক্লোন 'সিতরাং'-এর আছড়ে পড়ার খবরে তোলপার বিভিন্ন মহল। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সুপার সাইক্লোনের বিষয় প্রকাশ্য আসার পর থেকেই তুঙ্গে জল্পনা। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ কিছুদিন আগে জানিয়েছেন, ১৭ অক্টোবরের মধ্যেই তৈরি হবে নিম্নচাপ। যা ২৫ অক্টোবর নাগাদ সুপার সাইক্লোন রূপে আছড়ে পড়তে পারে। 

এই সুপার সাইক্লোনের বিষয় আলিপুর আবহাওয়া দফতর বা দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে এখনও কোনও সতর্কবার্তা মেলেনি। বরং আলিপুর আবহাওইয়া দফতর জানিয়েছে সুপার সাইক্লোনের কোনও সম্ভাবনা নেই, তবে একটা সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে যা ওডিশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। মূলত পুরী, চিলকার মধ্যবর্তী এলাকায় এই ঝড়ের প্রভাব পড়বে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আন্দামান উপকূলে তৈরি হওইয়া এই ঘূর্ণাবর্ত ২৪ তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও। তবে ক্ষয়ক্ষতির বিশেষ সম্ভাবনা নেই বলেই আশস্ত করল আলিপুর। যদিও ১৭ তারিখের আগে এবিষয় কোনও পূর্বাভাস দিতে রাজি নয় হাওইয়া অফিস। এখন পর্যন্ত সুপার সাইক্লোন বা সাইক্লোন কোনও কিছুরই সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে। 

আরও পড়ুন -

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা