- Home
- West Bengal
- West Bengal News
- মাসের শেষে ঢুকবে কড়কড়ে ২ হাজার টাকা! মেয়েদের জন্য আবারও দারুণ খবর দিল তৃণমূল সরকার
মাসের শেষে ঢুকবে কড়কড়ে ২ হাজার টাকা! মেয়েদের জন্য আবারও দারুণ খবর দিল তৃণমূল সরকার
| Published : Nov 16 2024, 09:18 AM IST
মাসের শেষে ঢুকবে কড়কড়ে ২ হাজার টাকা! মেয়েদের জন্য আবারও দারুণ খবর দিল তৃণমূল সরকার
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২ হাজার টাকা। ফের টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে?
27
রাজ্যে তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোটি কোটি মেয়ের ভোট এনে দিয়েছে এই প্রকল্প। এটাই তৃণমূলের অনেক বড় হাতিয়ার।
37
এবার বিধানসভার আগে এই প্রকল্পকে ফের একবার হাতিয়ার করতে চলেছে তৃণমূল সরকার।
47
বাংলার মা ও মেয়ের অ্যাকাউন্টে জমা করতে চলেছে আরও টাকা। আরও ৫০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
57
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে উপযুক্ত নথি-সহ ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। বর্তমনে সাধারণ শ্রেণির মহিলারা ১ হাজার টাকা করে পান এই প্রকল্পে।
67
তফশিলি উপজাতি শ্রেণির মহিলাকে দেওয়া হয় দেড় হাজার টাকা করে। এবার এই টাকা আরও বাড়িয়ে দিচ্ছে সরকার।
77
আগামী বিধানসভার আগে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গিয়ে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে খবর শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।