- Home
- West Bengal
- West Bengal News
- নজরে ছাব্বিশের ভোট! আসরে নামছে তৃণমূল, ফেব্রুয়ারিতেই বড় চমক দেবেন মমতা?
নজরে ছাব্বিশের ভোট! আসরে নামছে তৃণমূল, ফেব্রুয়ারিতেই বড় চমক দেবেন মমতা?
সামনের বছরেই বিধানসভা নির্বাচন বাংলায়। ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দল! ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে আগামী ফেব্রুয়ারি মাসেই ময়দানে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কী চমক দিতে চলেছে মমতা ?

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections)। কমবেশি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সেদিকে নজর রয়েছে।
ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে অনেকে। এবার যেমন শোনা যাচ্ছে, (Trinamool Congress)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় বৈঠক হতে পারে বলে খবর।
ফেব্রুয়ারিতেই মাঠে নামতে পারে তৃণমূল (Trinamool Congress)! শাসক থেকে বিরোধী, ছাব্বিশের বিধানসভা নির্বাচন সকলের জন্যই গুরুত্বপূর্ণ।
তৃণমূল নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বাম-বিজেপির লক্ষ্য পালাবদল। এই আবহে একটু আগে থেকেই ময়দানে নেমে পড়েছে জোড়াফুল শিবির।
শোনা যাচ্ছে, আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রিপোর্ট বলছে, ভবিষ্যতে দলকে কীভাবে আরও সংগঠিত করা হবে, কীভাবে আরও শক্ত ভিতের ওপর দল দাঁড়াবে, পারস্পরিক দ্বন্দ্ব যতখানি সম্ভব দূরে সরিয়ে কীভাবে রাজ্যের সকল আসনে জয়ী হওয়া যায়, সেই বিষয়ে পরামর্শ দিতে পারেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী।
ফলে আগামী ফেব্রুয়ারি মাসের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের সময় বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের প্রাক্কালে বহু হেভিওয়েট নেতা দলবদল করেছিলেন।
যার ফলে অস্বস্তি বেড়েছিল শাসকদলের। সেই সঙ্গে একাধিক দুর্নীতির অভিযোগে চাপ বেড়েছিল তৃণমূলের (TMC)।
রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, গত বছর আরজি কর কাণ্ডের পরেও ব্যাপক চাপে পড়েছিল রাজ্যের শাসকদল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধাক্কা তারা কাটিয়ে উঠেছে।
এর পাশাপাশি বিগত কয়েক মাসে দলের একাধিক হেভিওয়েট নেতা, যারা দুর্নীতির অভিযোগে জেলবন্দি ছিলেন, তাঁরাও ছাড়া পেয়েছেন।
এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনার মতো প্রকল্পের সৌজন্যে ফের একবার রাজ্যবাসীর মন জয় করে নিয়েছে তৃণমূল (Trinamool Congress)।
অন্যদিকে তুলনামূলকভাবে বিজেপির সংগঠন খানিকটা শক্তি হারিয়েছে বলে মনে করা হচ্ছে। এই আবহে, আগামী ফেব্রুয়ারি মাসের বৈঠকে দলনেত্রী কী বক্তব্য রাখেন, আপাতত সেদিকেই নজর সকলের।