- Home
- West Bengal
- West Bengal News
- ফের ভোগান্তি, বাতিল হল হাওড়াগামী ২৪ জোড়া ট্রেন, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ হবে রেল পরিষেবা
ফের ভোগান্তি, বাতিল হল হাওড়াগামী ২৪ জোড়া ট্রেন, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বন্ধ হবে রেল পরিষেবা
পূর্ব মধ্য রেলওয়ে ডিসেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ২৪ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি এবং উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের যাত্রীরা প্রভাবিত হবেন।

রেল যাত্রীদের জন্য বিরাট খবর। ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি-মার্চ মাসের মধ্যে হতে চলেছে ভোগান্তি। জানুয়ারি-মার্চ মাসের মধ্যে ট্রেন করে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে তা বদল করতে হতে পারে আপনাকে। কারণ ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যব্ত ২৪ জোড়া ট্রেন বাতিল করার ঘোষণা করেছে।
এমনিতে, উত্তর ভারতে প্রতি বছর শীতকালে ঘন কুয়াশা বৃদ্ধি পাওয়ার দূরপাল্লার ট্রেনগুলোর ওপর বড় প্রভাব পড়ে। এই কারণে পূর্ব মধ্য রেলওয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেব এই বড় পদক্ষেপ নিয়েছে।
ট্রেন বাতিল করার ফলে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশের যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে। রেল যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা আগেই
ট্রেন নং ১৮১০৩, টাটা অমৃতসর এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৮১০৪, অমৃতসর টাটা এক্সপ্রেস, ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১২৮৭৩, হাতিয়া আনন্দ বিহার এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন ১২৮৭৪, আনন্দ বিহার হাতিয়া এক্সপ্রেস, ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ২২৮৫৭, সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ২২৮৫৮, আনন্দ বিহার সাঁতরাগাছি এক্সপ্রেস, ২ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪৬১৭, পূর্ণিয়া কোর্ট অমৃতসর জনসেবা এক্সপ্রেস, ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪৬১৮, অমৃতসর পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৯০৩, ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৯০৪, চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস, ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৬২০, কামাখ্যা-গয়া এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৬১৯, গয়া কামাখ্যা এক্সপ্রেস, ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৬২১, কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস, ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৬২২, আনন্দ বিহার কামাখ্যা এক্সপ্রেস, ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ২২১৯৮, বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি কলকাতা এক্সপ্রেস ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ২২১৯৭, কলকাতা বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এক্সপ্রেস ৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১২৩২৭, হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪০০৩, মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেস ৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪০০৪, নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেস ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪৫২৩, বারাউনি আম্বালা হরিহর এক্সপ্রেস ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪৫২৪, আম্বালা বারাউনি হরিহর এক্সপ্রেস ২ ডিসেম্বর ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪১১২, প্রয়াগরাজ জংশন মিজাফফরপুর এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
ট্রেন নং ১৪১১১, মিজাফফরপুর প্রয়াগরাজ জংশন এক্সপ্রেস, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।

