সংক্ষিপ্ত
বিভিন্ন কারণে মাঝেমধ্যেই হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন বাতিল করা হয়। হাজার হাজার মানুষ লোকাল ট্রেনের উপর নির্ভর করে থাকেন। ফলে ট্রেন বাতিল হলে তাঁরা সমস্যায় পড়েন।
হাওড়া স্টেশনের পাশেই বাঙালবাবু ব্রিজের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে নতুন সেতু। এই সেতুর কাজের জন্য প্রায় দেড় মাস ধরে হাওড়া-ব্যান্ডেল রুটে ৬০টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। ফলে সমস্যায় পড়ছেন হাজার হাজার যাত্রী। লোকাল ট্রেনের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের উপরেও প্রভাব পড়তে চলেছে। ২১ ডিসেম্বর থেকে পাওয়ার ব্লক শুরু হয়েছে। চলবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-বেলুড়মঠ, হাওড়া-শ্রীরামপুর রুটে লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। হাওড়া স্টেশনের আপ লাইনে পাওয়ার ব্লকের কারণে এতগুলি ট্রেন বাতিল করা হচ্ছে।
যাত্রীদের সমস্যা সমাধানে বিকল্প উদ্যোগ
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এতগুলি লোকাল ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, সে কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল শাখায় প্রতিদিন চার জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। শনিবার থেকেই বিশেষ লোকাল ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল। এই বিশেষ লোকাল ট্রেন পরিষেবা ২০২৫ সালের ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
হাওড়ায় নতুন সেতু
হাওড়া স্টেশনের ঠিক বাইরে অবস্থিত বাঙালবাবু ব্রিজ। দীর্ঘদিন ধরেই এই সেতুর অবস্থা জরাজীর্ণ। এখনও বাঙালবাবু ব্রিজ দিয়ে যান চলাচল করে। তবে ভবিষ্যতে এই সেতু ভেঙে ফেলা হতে পারে বলে শোনা যাচ্ছে। বাঙালবাবু ব্রিজের পাশেই নতুন সেতু তৈরি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই সেতুর কাজ চলছে। হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে এই সেতু তৈরি হওয়ার কারণে ট্র্যাফিক ব্লক এবং পাওয়ার ব্লক চলছে। পূর্ব রেলের হাওড়া শাখায় যে যাত্রীরা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের দেড় মাস ধরে সমস্যায় পড়তে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা ডিভিশনে ১৪ ঘণ্টা বন্ধ সব লোকাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের
Budget 2024: বাজেটে নয়া লোকাল ট্রেন চালুর ঘোষণার আশা, এই রুটগুলো পাবে ট্রেন
লোকাল ট্রেনে উঠতে গেলে এবার থেকে মানতেই হবে এই নিয়ম! বিস্ফোরক রায় কলকাতা হাইকোর্টের