সংক্ষিপ্ত

সূত্রের খবর অগাস্টের মাঝামাঝি সময়ই কলকাতায় ফিরবেন তিনি। ফিরে এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে পদক্ষেপও নিতে পারেন বলে ঘনিষ্ট সূত্রে খবর।

চোখের চিকিৎসার জন্য সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের মতো নির্বিঘ্নেই চিকিৎসা হয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে চোখে অস্ত্রপচার হয়েছিল অভিষেকের। এবারও সেই হাসপাতালেই হল তাঁর চোখের পরীক্ষা। আপতত রিপোর্ট সন্তোষজনক বলেই জানা যাচ্ছে। তবে ছ'মাস পরে আবার চোখ পরীক্ষা করাতে যেতে হবে অভিষেককে। সূত্রের খবর অগাস্টের মাঝামাঝি সময়ই কলকাতায় ফিরবেন তিনি। ফিরে এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে পদক্ষেপও নিতে পারেন বলে ঘনিষ্ট সূত্রে খবর।

মার্কিন মুলুকে থাকাকালীনই টুইট করে ইডির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার কি দেশে ফিরে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি? অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে দেশে ফিরেই ইডির বিরুদ্ধে মামলার কথা ভাবছেন অভিষেক। গত মঙ্গলবারই আমেরিকায় চোখের পরীক্ষা হয়েছে তৃণমূল সেনাপতির। গত ২৬ জুলাই চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রওনা হয়েছিলেন অভিষেক। সূত্র মারফত জানা গিয়েছিল দুবাই হয়ে আমেরিকায় যাবেন তিনি। গত ৮ অগাস্ট কথা মতোই চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তৃণমূল সূত্রে খবঢ় অগাস্টের মাঝামাঝি সময়ই দেশে ফিরবেন তিনি।

প্রসঙ্গত, আমেরিকা থেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে ইডিকে নিশানা করেন। তিনি বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অযোগ্য লোকজন থাকাটা খুবই হতাশাজনক। তারা অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদমাধ্যমে নিয়ম করে মনগড়়া গল্প ছড়াচ্ছেন। তবে কি সেই গল্প তা নিয়ে কোনও কিছুই বলেননি অভিষেক। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক দাবি করেছেন, করদাতাদের টাকা খরচ করে ইডি দীর্ঘ দিন ধরে তদন্ত করেও তথ্যপ্রমাণ পেশ করতে ধারাবাহিকভাবে ব্যর্থ। দেশের সেবা করতে তারা ব্যর্থ। রাজ্য বিজেপি ও ইডি তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ইডির সাফল্যের হার মাত্র ০.৫ শতাংশ। তিনি বলেছেন রাজ্য বিজেপি ও ইডির মত দুর্ভাগাদের জন্য তাঁর সহানুভূতি রয়েছে।

আরও পড়ুন -

'ইডি ও বিজেপির জন্য সহানুভূতি রয়েছে', মার্কিন মুলুক থেকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভায় ৩৫ আসনের টার্গেট বিজেপি-র, ২৩ জেলার জন্য ৪৩ জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ

সিপিএমের ‘ভুল সংশোধনী’-তে বউ আর পার্টির মধ্যে দোনোমনা, বিবাহ বনাম দলের মধ্যে এগিয়ে কে?